শেষ রিকশা
--- 🖋️ গল্পের নাম: "শেষ রিকশা" ✍️ লেখক:নয়ন তারা 🌇 গল্প শুরু— ঢাকা শহর। একটানা ট্রাফিক জ্যাম আর ধুলোবালি মেশানো বাতাসের শহর। কিন্তু এই শহরেই ছড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন যুদ্ধ। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। অগোছালো ছাতা মাথায়, ভিজে স্যান্ডেল পরে নীলা বাসার বাইরে দাঁড়িয়ে আছে। হাসপাতালের বিল পরিশোধ করতে হবে আজ। বাবা ICU-তে, আর হাতে আছে মাত্র তিন হাজার টাকা। নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। মা নেই, ছোট ভাই ক্লাস সেভেনে পড়ে। বাবার রিকশা চালিয়ে যা আয় হতো, তা দিয়েই চলছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে বাবার অবস্থা খারাপ হয়ে গেল। সকাল সাতটায় নীলা বের হলো একটি কাগজের খামে কিছু কাগজ ও বাকি টাকাগুলো নিয়ে। ছাতা ভেঙে গেছে আগেই, রিকশাও নেই কোথাও। হেঁটেই রওনা দিলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। রাস্তার মোড়ে এসে হঠাৎ একটা রিকশা থামল। এক বৃদ্ধ রিকশাওয়ালা। — "কই যাবেন মা?" — "বঙ্গবন্ধু মেডিকেল। কিন্তু আমার...