ফেসবুকে ভিডিও আপলোডের পদ্ধতি

ধরলাম আপনি ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান — অর্থাৎ ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করে ইনকাম। নিচে ধাপে ধাপে পুরো প্রসেসটা সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি: --- ফেসবুক ভিডিও বানিয়ে ইনকাম করার ধাপসমূহ 


 ধাপ ১: একটি ফেসবুক পেজ খুলুন নিজের নামে বা একটি ব্র্যান্ড নামে একটি Facebook Page খুলুন। Page category দিন যেমন: "Video Creator" বা "Entertainment", ইত্যাদি।

ধাপ ২: নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করুন ভিডিও হতে পারে: তথ্যবহুল (educational) বিনোদনমূলক (funny skits, storytelling) টিউটোরিয়াল (makeup, tech tips) রান্না বা ভ্রমণ ইত্যাদি ভিডিও হতে হবে নিজের তৈরি এবং কমপক্ষে ১ মিনিট দীর্ঘ। 

 ধাপ ৩: পেজে দর্শক বাড়ান ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করুন, বন্ধুদের ইনভাইট করুন। গ্রুপে শেয়ার করুন (কিন্তু স্প্যাম করবেন না)। ভালো ক্যাপশন ও হ্যাশট্যাগ ব্যবহার করুন।

ধাপ ৪: ফেসবুক মনিটাইজেশন শর্ত পূরণ করুন আপনার পেজে ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস (In-stream ads) চালু করতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে: শর্ত বিস্তারিত ফলোয়ার কমপক্ষে ১০,০০০ ফলোয়ার ভিডিও দেখা সময় গত ৬০ দিনে ৬ লাখ মিনিট ভিডিও দেখা কনটেন্ট নিজের তৈরি ভিডিও হতে হবে 

 ধাপ ৫: Facebook Creator Studio তে মনিটাইজেশন আবেদন Facebook Creator Studio তে যান। “Monetization” অপশনে গিয়ে দেখবেন আপনি যোগ্য কিনা। যোগ্য হলে আবেদন করুন। ফেসবুক রিভিউ করবে। 

  ধাপ ৬: ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট সেটআপ মনিটাইজেশন চালু হলে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট বা Paypal অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে যাতে টাকা পাঠাতে পারে। --- উপযুক্ত কিছু টিপস ভিডিওতে কপি করা গান/ভিডিও ব্যবহার করবেন না। ক্লিকবেট শিরোনাম পরিহার করুন। 


 আপনার দর্শকদের সাথে কমেন্টে যুক্ত থাকুন। পোস্টের সময় ঠিক রাখুন (যেমন প্রতিদিন দুপুর বা সন্ধ্যায়)। --




*নয়ন তারা*

Comments

Popular posts from this blog

প্রাক্তন স্যারের শ্রেণিকক্ষ

ছায়া থেকে আলো

ডি এ পাওয়ার অপেক্ষা