জুনের নরম বিকেল

--- গল্পঃ "জুনের নরম বিকেল"


 জুন মাসের এক শান্ত বিকেল। আকাশে হালকা মেঘ, বাতাসে শীতল ছোঁয়া। শহরের কোলাহল থেকে একটু দূরে, নদীর ধারে নির্জন এক জায়গায় বসে আছে আরিয়ান আর তৃণা। তৃণা ঘাসের ওপর বসে পা ছুঁই ছুঁই করে নদীর জলে। তার চোখে একধরনের প্রশান্তি, মুখে মৃদু হাসি। পাশে বসে আছে আরিয়ান, কোলে গিটার। সে ধীরে ধীরে সুর তুলছে—হালকা এক রোমান্টিক সুর, যেন নদীর ঢেউয়ের সঙ্গেই মিলেমিশে যাচ্ছে। তৃণা হঠাৎ সুরের তালে গুনগুন করে গাইতে শুরু করে। কণ্ঠটা এত মধুর, এত স্বচ্ছ যে, চারপাশের পাখিরাও যেন থেমে যায় শুনতে। তারা দু’জনেই হারিয়ে যায় এক রঙিন মায়ায়, যেখানে কেবল সুর, ভালোবাসা আর দুজনের নিঃশব্দ অনুভব।
হঠাৎ এক ঝলক হাওয়া এসে তৃণার চুল উড়িয়ে দেয়। চুল এসে মুখ ঢেকে ফেলে, আরিয়ান হাসে—চোখে এক অদ্ভুত মুগ্ধতা। সে গিটার থামিয়ে বলে, — “তুমি ছাড়া এই গান অপূর্ণ লাগে।” তৃণা একটু লাজুক হাসে, চোখে জল টলমল করে ওঠে—আনন্দের, ভালোবাসার। সে শুধু বলে, — “আর এই বিকেলগুলো, এভাবেই কেটে যাক চুপচাপ, তোমার গানের সুরে, আমার গানের কথায়।” সূর্য ধীরে ধীরে নদীর ওপারে নেমে যাচ্ছে। আলো মাখানো বিকেলটা সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার। --- 




 *নয়ন তারা*

Comments

Popular posts from this blog

প্রাক্তন স্যারের শ্রেণিকক্ষ

ছায়া থেকে আলো

ডি এ পাওয়ার অপেক্ষা